নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

 




রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে দাবি করে সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-৩ এর একটি দল। 


বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, ৬৩ নয়াপল্টন এলাকার ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

Previous Post Next Post